বাচ্চাদের মনোবল বাড়াতে খাদ্য সহ খাতা ও কলম তুলে দিলেন পঞ্চায়েত সদস্য অমৃত হালদার

বাচ্চাদের মনোবল বাড়াতে খাদ্য সহ খাতা ও কলম তুলে দিলেন পঞ্চায়েত সদস্য অমৃত হালদার

    নিজস্ব সংবাদদাতা,নতুন গতি,মালদা,সারা রাজ্যে থমকে গিয়েছে মানুষের দৈনন্দিন জীবন।বিশ্ব মহামারী পরিস্থিতি রুপ নিয়েছে এই সময় মানুষকে ঘরবন্দী হয়ে থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রী ।এই অবস্থায় খিদের যে জালা তা কি করে থামায়। বন্ধ হয়ে পরেছে কাজকর্ম।রোজগার না থাকায় চিন্তা পরেছে সকলেই।এই পরিস্থিতিতে মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো বারুই পাড়া ভরপাড়া,হালদার পাড়া,সোনামনিতলা এলাকার প্রায় ১৫০ জন প্রথম শ্রেনী থেকে চতুর্থ শ্রেনী বাচ্চা সহ কিছু বয়স্ক মানুষকে বুধবার মধ্যেন্য ভোজের আয়োজন করেন। হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের পঞ্চায়েত সদস্য অমৃত হালদার নিজস্ব অর্থ ও তার সাতে সাহায্য হাত বারিয়ে দিয়েছেন তারাশঙ্কর সহ এলাকার কিছু মানুষ খাদ্য সামগ্রিক নিয়ে এদিন ছোট ছোট বাচ্চাদের কাছে পৌঁছে যায়। পঞ্চায়েত সদস্য অমৃত হালদার বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে রয়েছে তাই তাদের উৎসাহ যোগাতে এই ভাবে বাচ্চাদের মনোবল ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। বাচ্চাদের হাতে ডিম ভাতের পাকেট সহ একটি করে খাতা ও কলম তুলে দেওয়া হয়।অমৃত হালদার বলেন যে ভাবে লক ডাউন রয়েছে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে রয়েছে তাই বাচ্চাদের মনোবল ফিরিয়ে আনতে তাদের মধ্যেন ভোজনের মধ্যে দিয়ে খাতা ও কলম দেওয়া হয়।