|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, মালদা : ১৩ই জুলাই, শনিবার সন্ধ্যায় মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে দুই সাংসদকে সংবর্ধনা জানানো হয়। দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মুকে সংবর্ধনা জানায় মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স এর বিভিন্ন শাখা সংগঠন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি দেবব্রত বসু, সম্পাদক জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র, উত্তম সাহা, উজ্জ্বল সরকার, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস সহ অন্যান্য সদস্যরা।
প্রথমে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে উত্তরিয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে দুই সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর একে একে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে দুই সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন দুই সাংসদের কাছে জেলার কিছু সমষ্যা সমাধানের দাবি তোলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যরা।
মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয় তাদের কাছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, জেলার মানুষের স্বার্থে ১২ দফা দাবি তুলে ধরা হয় দুই সাংসদের কাছে। তিনি বলেন, মালদা থেকে বহু মানুষ চেন্নাই যান চিকিৎসা করাতে। সেই কারণে মালদা- চেন্নাই একটি ট্রেনের দাবি করেন তারা। এয়ারপোর্ট, ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার, রথবাড়ি ফ্লাইওভারের নিচে আন্ডার পাস, পুরনো রেল পার্কের সংস্কার করা, প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর উদ্যোগে শুরু হয়েছিল গৌড় এক্সপ্রেস এর পথ চলা সেই গৌড় এক্সপ্রেস এর বালুরঘাটের লিংক কেটে মালদা থেকে চালু করার দাবি সহ ১২ দফা দাবি দুই সাংসদের কাছে তুলে ধরেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যরা।