|
---|
মালদা ঃ মালদা রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল ভক্ত সম্মেলন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভক্ত সম্মেলন চলে। এই সম্মেলনে বক্তৃতা দিতে কলকাতার বেলুড় মঠ থেকে মহারাজরা মালদায় আসেন। বক্তাদের মধ্যে ছিলেন স্বামী দেবরাজানন্দ, স্বামী দিব্যগুণানন্দ প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন মালদা রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ত্যাগরূপানন্দ। তিনি বলেন, রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণদেবের সরাসরি দীক্ষিত সন্ন্যাসীদের জীবনযাপন ও আদর্শ নিয়ে এইদিন আলোচনা হয়েছে। এদিনের সম্মেলনে প্রায় হাজার খানেক ভক্ত যোগদান করেছিলেন। সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক নির্মাল্য রায় ও তবলায় ছিলেন অমর শেঠ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মালদার বিখ্যাত আবৃত্তিকার দীপঙ্কর ভৌমিক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সবার খবর।