মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গোলমাল কিছুতেই বন্ধ হচ্ছে না

নিজস্ব সংবাদদাতা নতুন গতিঃ মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গোলমাল কিছুতেই বন্ধ হচ্ছে না। মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের ঘরের সামনে ২০ থেকে ২৫ ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীরা আগে থেকেই গেটে তালা দিয়ে রেখে ছিলেন। যদিও তা ভেঙে দেয় ছাত্ররা।গ্রীলের গেট ভেঙ্গে জোর করে রেজিস্ট্রারের ঘরে ঢুকে পড়ে ওই সমস্ত ছাত্ররা। রেজিস্ট্রার বিপ্লব গিরিকে হেনস্থা করে ছাত্ররা বলে অভিযোগ করেন বিপ্লব গিরি। সঙ্গে সঙ্গে উনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি টেলিফোনে জানান। তিনি বলেন এখানে আতঙ্কের পরিবেশ তৈরী করতে চাইছে কিছু ছাত্র। প্রায় এই ধরনের ঘটনা ঘটছে কিছুতেই এটা বন্ধ করা যাচ্ছে না।

    ছাত্রদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসুন রায় বলেন, ছাত্ররা এখানে কোনো অন্যায় করেনি। সমস্ত দোষ হচ্ছে রেজিস্ট্রারের। উনি সবসময় গেটে তালা দিয়ে রাখেন। ছাত্ররা রেজিস্ট্রারের ঘরে ঢুকতে পারেনা। অযথা মাইগ্রেসন নিয়ে হয়রানি করা হয় ছাত্র ছাত্রীদের। এদিন কিছু ছাত্র কাজের জন্য রেজিস্ট্রারের ঘরে গিয়েছিলেন তেমন কিছু হয়নি। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ করেন তা হলে আমরা তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে আন্দোলনে যাব ছাত্র-ছাত্রীদের পাশে আমরা আছি।