“প্রার্থী তালিকা ঘিরে সমস্যার জন্য দায়ী মমতা অভিষেক মতপার্থক্য: জানালেন দলের এক শীর্ষ নেতা

নতুন গতি নিউজ ডেস্ক: “প্রার্থী তালিকা ঘিরে সমস্যার জন্য দায়ী মমতা-অভিষেক মতপার্থক্য” ঠিক এমনটাই জানালেন তৃণমূলের এক শীর্ষ নেতা।

    ফিরহাদ হাকিমের “পাসওয়ার্ড হ্যাক” এর দাবি উড়িয়ে তিনি জানান “এটা যদি পাসওয়ার্ড চুরির ঘটনা হয়ে থাকে তবে কেন ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক এবং টুইটারে পোস্টগুলি সরানো হয়নি?”

    তিনি আরো জানান “এই বিভেদ যে কারণে তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতপার্থক্যের কারণেই পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে এতো সমস্যা”

    পুরভোটে তৃণমূলের প্রার্থী ঘোষণা নিয়ে জেলায় জেলায় দেখা যায় দলীয় কর্মীদের বিক্ষোভ। প্রথমে সরকারি ওয়াবসাইটে প্রকাশ করা প্রার্থী তালিকাকে ‘অবৈধ’ বলে আখ্যা দেয়। পরে নতুন করে তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তাতেও হয়নি সমাধান।

    আই-প্যাকের ঘাড়ে দোষ চাপাতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটিও হয় প্রশান্ত কিশোরের।

    জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই তালিকা প্রকাশ করা হয়েছিল তৃণমূলের সোশ্যাল মিডিয়ায়। এরপরই এই তালিকাকে ‘ভুয়ো’ বলে দাবি করা হয়।

    মুখ্যমন্ত্রীর অনুমোদিত তালিকা প্রকাশ করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরে অন্য একটি তালিকা দলের ফেসবুক পেজ ও টুইটার হ্যান্ডেলে আপলোড করা হয়েছিল। এরই মধ্যে মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, তৃণমূলের ওয়েবসাইটের পাসওয়ার্ডকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে।