হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব কে দেখতে গেলেন মমতা

নতুন গতি ওয়েব ডেস্ক: বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা সেরেই এদিন বুদ্ধদেবকে দেখতে চলে যান উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এদিন উডল্যান্ডস নার্সিংহোমে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসকরা সব রকমের চেষ্টা করছেন। রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরিবারের পাশে রয়েছে রাজ্য।মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন তাঁকে দেখতে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান বিমান বসু, সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্রও।

    হাসপাতাল সূত্রে জানানো হয়, এখনও সংজ্ঞাহীন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তচাপ ও পালসরেট স্থিতিশীল। ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে।নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধদেব। সিটি স্ক্যানে পুরনো নিউমনিয়ার প্যাচ ধরা পড়েছে।