ভবঘুরের পাশে বাগদা পঞ্চায়েত সমিতির ‘মানবিক’ সভাপতি

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : রাস্তার ধারে নোংরা আবর্জনার মধ্যে অভুক্ত অবস্থায় পড়ে থাকতো মানুষটি । পথ চলতি হাজারো মানুষের নজর এড়ালেও নোংরা আবর্জনার মধ্যে মাটিতে অভুক্ত অবস্থায় পড়ে থাকা মানুষটি নজর এড়ায়নি স্থানীয় বাগদা পঞ্চায়েত সমিতির ‘মানবিক’ সভাপতি গোপা রায়ের । আবর্জনার মধ্যে পড়ে থাকা মানুষটির দিকে চোখ পড়তেই তার কাছে ছুটে যান সভাপতি ।

    তার ঠিকানা জানতে চান । কিন্তু তার ঠিকানা সঠিক ভাবে বলতে পারেনি ওই ভবঘুরে । তখন ‘মানবিক’ সভাপতি সিদ্ধান্ত নেন আপাতত তার থাকার একটা আশ্রয় সহ নিয়মিত আহারাদির ব্যবস্থা করে দেওয়ার । যেই ভাবা, সেই কাজ । পার্শ্ববর্তী এক পরিত্যক্ত পিডব্লিউডির জায়গায় জঙ্গল পরিস্কার করে, সেখানে পলিথিনের ছাউনী টাঙিয়ে তার ভিতরে একটা নতুন চৌকি খাটের ব্যবস্থা করে দেন । ভবঘুরে যাতে ওখানে নিরাপদে থাকতে পারে সেজন্য রীতিমতো তার মধ্যে মশারিও টাঙিয়ে দেন সভাপতি ।

    এখানেই শেষ নয়, মানুষটি যাতে তিনবেলা নিয়মিত খেতে পারে সেটা দেখার দায়িত্ব দেন বাগদা পূর্ব ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম মণ্ডল ও স্থানীয় রনঘাট অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নাসির বিশ্বাসকে। সভাপতির পরামর্শে এক ভবঘুরের সেবায় আত্মনিয়োগের সুযোগ পেয়ে মানবিক ভাবে আপ্লুত দুজনেই । বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির এমন মানবিকতায় খুশি স্থানীয় বাসিন্দারাও । এবিষয়ে গোপা রায়ের মন্তব্য, দলনেত্রী মমতা ব্যানার্জির মানবিকতার আদর্শে তিনি অনুপ্রাণিত । নেত্রীর আদর্শকে পাথেয় করে আজীবন এভাবেই সমাজসেবা করতে চান ।