ভোর বেলায় নবান্নের একেবারে কাছে হুগলি সেতুর নিচে আগুন

নতুন গতি নিউজ ডেস্ক: শুক্রবার ভোর বেলায় নবান্নের একেবারে কাছে হুগলি সেতুর নিচে আগুন লেগে আতঙ্ক ছড়াল। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা প্রথমে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে না আসলে খবর দেওয়া হল দমকলে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নবান্নের কাছে এর আগেও বহুবার আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। তবে এইদিন আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। শিবপুর থানার অন্তর্গত মনসাতলা, দ্বিতীয় হুগলি সেতুর নীচে এদিন আগুন লাগে।

    দমকলের প্রাথমিক অনুমান, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে ঘুঁটে ছিল। কেউ হয়তো বিড়ি বা সিগারেট খেয়ে সেখানে ছুড়ে ফেলেছিল। তা থেকেই আগুন ধরতে পারে। ঘুঁটের পাশাপাশি সেখানে প্রচুর পরিমাণে জমা করে রাখা ছিল বাঁশ-কাঠ, খড় প্রভৃতি। প্রথমে স্থানীয় বাসিন্দারা সেখানে আগুন দেখতে পান। তিনিই আশে পাশের লোকজনকে চিৎকার করে জানান। এরপর শিবপুর থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

    অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দা এদিন আগুন লাগার জন্য দুষ্কৃতীদেরই দায়ী করেছেন। তার অভিযোগ, কয়েকদিন আগে সেখানে একজন ঘর করার জন্য এসেছিল। কিন্তু, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাকে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। অভিযোগ, তারাই এই কাজ করতে পারে। তবে এদিনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।