|
---|
এখনও অনেক প্রশ্নের উত্তর নাই! বিকাশ দুবের ‘এনকাউন্টার’ নিয়ে
নতুন গতি ডিজিটাল ডেস্ক : এখনও অনেক প্রশ্নের উত্তর নাই! গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার প্রসঙ্গে পুলিসের যে বক্তব্য রেখেছে তার ভিত্তিতে অনেক প্রশ্ন উঠছে এখন।
১. ভোর চারটেয় ঘটোনার দুই ঘন্টা আগে টোল প্লাজার সিসিটিভি ফুটেজ কিন্তু অন্য কথা বলছে।যে গাড়িটি উল্টেছে তাতে আদৌ বিকাশ ছিল না, সে ছিল অন্য গাড়িতে সুতরাং গাড়ি উল্টানো আর বিকাশ পালানোর পিছনে পুলেশের বায়ান নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
২. মধ্যপ্রদেশ থেকে বিকাশকে আনার সময় পুলিসের পিছনেই আসছিল সংবাদমাধ্যম। কিন্তু সংবাদ মাধ্যমকে দুই কিলোমিটার আগেই আটকে দেওয়া হয়,কিন্তু কেন তাদের যেতে বাধা দেওয়া হলো ?
৩. পুলিশ বলছে বিকাশ পিস্তল ছিনিয়ে নেবার বারবার চেষ্টা করছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যার নামের পাশে খুন-সহ ৬০টি মামলা তার হাতে হ্যান্ডক্রাফ্ট নেই কেন ?
৪. প্রত্যক্ষদর্শীরা বক্তব্য,তারা গুলির শব্দ শুনেছেন কিন্তু কোন গাড়ি দুর্ঘটনার শব্দ পাইনি।গুলির শব্দে মানুষ আসতে শুরু করলে তাদের পুলিশি বাধা।
৫. গাড়িটি যেকানে উল্টেছে সেটা গাড়ি উল্টাবার মতো জায়গা নয়,সমতল তাহলে কীভাবে দুর্ঘটনা ?অথচ পুলিসের বল্কছে,গাড়ি ওল্টানোর পরেই বিকাশ খেতের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করে।
স্বাভাবিক ভাবেই পুলেশের বায়ান নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন, একাংশ মনে করছে অনেক সত্য চেপে দিল পুলিশ ফেক এনাকাউন্টার করে।