|
---|
আজিম শেখ নতুন গতি,বীরভূম:-
আজ ময়ূরেশ্বর-১ নং ব্লক কিষান কংগ্রেস ও সারা ভারত কৃষকসভা ময়ূরেশ্বর-১ নং ব্লক কমিটি কংগ্রেস বাম যৌথমঞ্চ মল্লারপুরে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কয়লাখনির বেসরকারি করন, রেলের বেসরকারি করন, সরকারি সংস্থা বিক্রি, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং পরিযায়ী শ্রমিক দের আর্থিক সাহায্য, ন্যায় প্রকল্প রূপায়ন ইত্যাদির দাবীতে মল্লারপুর পুরাতন পেট্রোল পাম্প থেকে প্রতিবাদ মিছিল শুরু করে শহর পরিক্রমা করে বাহিনা মোড়ে শেষ করা হয়। মিছিলে পা মিলিয়ে প্রতিবাদ জানালেন বীরভূম জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজা, ময়ূরেশ্বর -১ নং ব্লক কিষান কংগ্রেস চেয়ারম্যান নিতাই মন্ডল, সিপিএম এর ময়ূরেশ্বর জোনাল কমিটির সম্পাদক তামাল চন্দ্র দে, কৃষকসভার নেতা রাধাকান্ত মন্ডল মহাশয় প্রভৃতি নেতৃত্ব ও কংগ্রেস সিপিএমের কর্মী ও সমর্থকগন।