|
---|
ইলিয়াস মল্লিক,হাওড়া:আজ বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকালে মহাষষ্ঠী মহা লগ্নে অতিমারী করোনা বধের অঙ্গীকার নিয়ে মাক্স ও হ্যান্ড সানিটাইজার বিতরন করলেন ডঃ শ্রীকুমারজোতি মহাশয়। এদিন বিকালে ওনার উদ্যোগে প্রায় ২০ পুজো কমিটিকে সচেতনতা শিবির করা হয় ও জগৎবল্লভপুর এলাকার মানুষের সুরক্ষিত রাখতে তিনি মাক্স ও সানিটাইজার বিতরন করে।
সাথে সাথে এই কঠিন পরিস্থিতিতে প্রশাসনিক ব্যাক্তিদের সুরক্ষিত রাখতে তিনি জগৎবল্লভপুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় দেবব্রত চক্রবর্তী হাতে সানিটাইজার ও মাক্স তুলে দেন। তার কথায় একজন ডঃ হিসাবে এটা তার মৌলিক কর্তব্য তিনি পালন করছেন, এছাড়াও যাতে সাধারন মানুষের এই উৎসবের আনন্দের দিনে যাতে কোন বিপত্তি না ঘটে সেবিষয়ে তিনি মানুষকে প্রাথমিক সুরক্ষা অবলম্বন করার অনুরোধ ও সচেতন করে চলেছেন।