ভয়াবহ অগ্নিকান্ড মুম্বাইয়ের এক শপিং মলে। আহত দমকলকর্মী

ভয়াবহ অগ্নিকান্ড, দাউ দাউ করে জ্বলছে মুম্বাইয়ের শপিং মল ! আগুন নেভাতে গিয়ে আহত দমকলকর্মী

     

     

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : মুম্বইয়ের এক শপিংমলে দাউদাউ করে জ্বলছে আগুন।১৩ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলকর্মীরা। আশপাশের এলাকা থেকে ৩৫০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছেষ। শপিং মলে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার রাতে যখন আগুন লাগে তখন শপিং মলে ৫০০ জন ছিলেন। ঘটনা স্থলে ২৫টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রায় ২৫০ দমকলকর্মী কাজ করছেন। মুম্বইয়ের দমকল বিভাগের প্রধান অফিসার শক্তিকান্ত কালেও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুম্বইয়ের মেয়র এবং অন্যান্য পদাধিকারীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। শপিং মলের পাশেই রয়েছে ৫৫ তলা বহুতল। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ২ দমকলকর্মী। প্রাথমিক ভাবে অনুমান শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে। শপিং মলের ভেতরে থাকা একটি মোবাইলের দোকান থেকেই শর্ট সার্কিট হয় বলে জানা যাচ্ছেl।