|
---|
নিজস্ব প্রতিবেদক:- শান্তিনিকেতনের আদলে দোল পূর্ণিমার সকালে বসন্ত উৎসবে মাতল মালদা। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে এবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়। মালদা জেলা শিল্পী সংসদ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এবার বসন্ত উৎসবের আয়োজন করা। জেলার শতাধিক শিল্পী সমন্নয়ে নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বসন্ত উৎসব। জেলা ক্রীড়া সংস্থার মাঠে কচিকাঁচা শিল্পীরা বসন্তের সাজে নাচে অংশগ্রহণ করে। সকাল থেকেই গোটা মাঠ জুড়ে চলে নাচ গান। বসন্ত উৎসব উপলক্ষে নাচ গান শেষ হলে শুরু হয় রঙের খেলা। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে। করোনা মহামারী কাটিয়ে এদিন বসন্ত উৎসবে প্রচুর মানুষ ভিড় করে।গত কয়েক বছর ধরেই মালদা জেলা শিল্পী সংসদের উদ্যোগে মালদা জেলায় পালিত হচ্ছে বসন্ত উৎসব। প্রথমে শহরের শুভঙ্কর শিশু উদ্যানে বসন্ত উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হতো। ভিড় বাড়তে থাকায় গত দুই বছর ধরে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজন করা হচ্ছে। এদিন বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলার বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। বসন্ত উৎসব উপলক্ষে দিন আবির খেলে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ উপস্থিত অন্যান্যরাও।বসন্ত উৎসব উপলক্ষে এদিন মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জনজোয়ার দেখা দিল। মঞ্চের অনুষ্ঠান শেষ হতেই মাঠ জুড়ে শুরু হয় আবির খেলার হিড়িক। বসন্ত উৎসব উপলক্ষে এ দিন বাংলা ব্যান্ডের গানের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে হাজির হয়েছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে করা নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। দীর্ঘ দুই বছর পর এমন অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি জেলাবাসী।