মায়ের ‘ ও – নেগেটিভ’ রক্তের প্রয়োজনে রক্ত দিয়ে এক্সচেঞ্জ করলো ছেলে

রবিউল ইসলাম, সাগরদিঘি : বর্তমান সময়ে করোনা পরিস্থিতির সন্ধিক্ষণে দাঁড়িয়ে সরকারি বিভিন্ন ব্ল্যাড ব্যাঙ্কে বিভিন্ন প্রকার রক্তের জোগান কমে গিয়েছে। থ্যালাসেমিয়া, রক্তাল্পতায় ভোগা রোগীরা ও গর্ভাবস্থায় অনেক প্রসূতিও রক্তের অভাবে সমস্যায় পড়ছেন । মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বালিরঘাটের এক মুমূর্ষু রোগী নাবিয়া বিবি (বয়স ৫৮) লালবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রক্তের প্রয়োজন হয়। পরিবারের লোকজন ‘ ও – নেগেটিভ ‘ রক্তের জন্যে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলি সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে জানায়। কিন্তু কোথাও রক্তের খোঁজ মিলেনি। অবশেষে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের দুই সদস্য রানা মির্জা ও সামাদ সেখের সাথে যোগাযোগ করলে রক্তের খোঁজ মেলে।সাগরদিঘি ব্লাড ব্যাঙ্কে এসে রক্তের আকাল সংকট চলছে দেখে মুমূর্ষু রোগীর ছেলে সানারুল সেখ স্বেচ্ছায় রক্ত দিয়ে এক্সচেঞ্জ করে মায়ের জন্য ‘ ও – নেগেটিভ ‘ রক্ত সংগ্রহ করে। সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রক্তদাতা সানারুল সেখকে ধন্যবাদ জানানো হয়েছে।

    ছবি : সামিম হোসেন