প্রতিমা বিসর্জনে শিলিগুড়ি পুরনিগম সর্বপ্রকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানালেন মেয়র গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিলিগুড়ি পুরনিগম সর্বপ্রকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানালেন মেয়র গৌতম দেব।
আজ তারই তদারকি করতে গিয়ে মেয়র পারিষদের সদস্য, বোরো চেয়ারম্যান, কাউন্সিলার এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি ছোট আলোচনাও করে নিলেন মেয়র লালমোহন মৌলিক ঘাটে। জানালেন শিলিগুড়ি পুরনিগম মানুষের জন্য বারো মাসই পরিশ্রম করতে রাজী। তা সে যেকোন পরিসেবাই হোক না কেন। আজকে মেয়র নিজে ঘাটে গিয়ে সব ধরনের ব্যাবস্থা ঠিক আছে কিনা তা নিয়ে আলোচনা করেন ডেপুটি মেয়র,এম আই সি এবং অন্যান্য কাউন্সিলারদের সাথে।দুদিন পরেই কার্নিভাল,তাই সেটার কাজও ঠিকমত হয়েছে কি না সেটা নিয়েও আলোচনা করেন মেয়র গৌতম দেব।