শামির দাপটে ভাঙলো দক্ষিন আফ্রিকা

নতুন গতি নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়নের মাঠে আগুন ঝরালেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট তুলে নিলেন তিনি একাই। সেই সঙ্গে দুশো টেস্ট উইকেটের মালিকও হয়ে গেলেন বাংলার পেসার। ৫৫তম টেস্টেই এই মাইলফলক ছুঁলেন শামি।

    ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক ছোঁয়ার তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। কপিল দেব নিয়েছিলেন ৫০টি টেস্টে, জাভাগল শ্রীনাথ নিয়েছিলেন ৫৪টি টেস্টে। তাঁদের পরেই রয়েছেন শামি। ১১তম ভারতীয় বোলার হিসাবে ২০০ উইকেট নিলেন তিনি। শামি পঞ্চম ভারতীয় পেসার যিনি টেস্টে দুশো উইকেট নিয়েছেন। কপিল, শ্রীনাথ ছাড়া ভারতীয় পেসারদের মধ্যে দুশো উইকেট রয়েছে জাহির খান এবং ইশান্ত শর্মার।

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন তিনি। এডেন মার্করাম, কিগান পিটারসনদের বোল্ড করেন শামি। দক্ষিণ আফ্রিকার লোয়ার মিডল অর্ডারের পক্ষে শামিকে সামলানো মুশকিল হচ্ছিল। টেম্বা বাভুমা, উইয়ান জানসেন, কাগিসো রাবাডারা শামির বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

    শামির উইকেট দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামিয়ে দেয়। মাত্র ১৯৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। তৃতীয় দিনের শেষে ভারত ১৪৬ রানে এগিয়ে।