বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাথে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক এর সাক্ষাৎ

নতুন গতি বাংলাদেশ ব্যুরো : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দ্বোরাইস্বামীর সাথে আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

    সাক্ষাৎকালে উভয় দেশের প্রতিনিধি বাংলাদেশ – ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতর স্হানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এই সময় ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্কের নানানদিক উত্থাপন করেন পাশাপাশি আগামী দিনে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুব শাখা, ছাত্র শাখা ও সাংস্কৃতিক শাখার বিস্তৃত পরিসরে কাজ করার ক্ষেত্রে নিজেদের অগ্রগতি ও কর্মপ্রয়াসের বিষয়গুলো সবিস্তারে উল্লেখ করেন।