বিজেপিতে যোগদান করলেন মেহতাব বললেন বিজেপি ধর্মনিরপেক্ষ দল মানুষের জন্য কাজ করতে চাই

নতুন গতি নিউজ ডেস্ক:আজকে সারাদিন জুড়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল জনসভা নিয়ে রাজ্যজুড়ে একটা উৎসব পরিস্থিতি ছিল তার মধ্যে রাজ্য রাজনীতিতে বড় চমক দিলেন ফুটবলার মেহতাব তিনি আজকে বিজেপিতে যুক্ত হন তার পুরনো দল ছেড়ে, এবং বলেন তিনি মানুষের জন্য কাজ করতে চান তাই বিজেপিতে আশা।

    করোনা আবহে রাজ্যের রাজনৈতিক জগতের নিঃসন্দেহে অন্যতম বড় চমক এটি। মঙ্গলবার ষষ্ঠী দুলের সঙ্গে বিজেপি অফিস পৌঁছান মেহতাব। যিনি নিজেও বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। সেখানেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেহতাবকে গেরুয়া শিবিরে স্বাগত জানান। প্রাক্তন ফুটবলার বলেন, “অনেকদিন ধরেই সাধারণ মানুষের জন্য কিছু করতে চাইছিলাম। কিন্তু তার জন্য যে রাজনীতিতে যোগ দেওয়াটা জরুরি, সেটা অনুভব করি। সেই জন্যই এই ময়দানে পা রাখলাম।”

    ধর্মের নামে রাজনীতি করে বিজেপি (BJP)। বিরোধীদের এই অভিযোগে বরাবরই বিদ্ধ হয়েছে পদ্মশিবির। কিন্তু মেহতাব বলছেন, তাঁর একেবারেই এমনটা মনে হয়নি। বরং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে তাঁর বেশ ভালই লেগেছে। অনেক চিন্তাভাবনা করেই এই পার্টিতে নাম লিখিয়েছেন। দেশের এককালের অন্যতম সেরা মিডিওর কথায়, “আমার মনে হয় না ধর্মের নামে বিজেপি রাজনীতি করে। তাহলে তো ওরা আমাকে দলে স্বাগতই জানাত না। আমার মতে বিজেপি ধর্মনিরপেক্ষ দল। তাই এই দলে যোগ দিতে পেরে ভালই লাগছে।” নিজের এলাকা বারুইপুর থেকেই আপাতত জনসাধারণের জন্য কাজ শুরু করতে চান মেহতাব।

    খেলার মাঠে লাখো ফুটবল সমর্থকের মন জয় করেছেন তিনি। তা সে লাল-হলুদ জার্সিতেই হোক বা সবুজ-মেরুনে। বহু ডার্বিতে জয়ের কাণ্ডারি হয়েছেন মেহতাব। বুট জোড়া তুলে রেখে এবার নয়া ভূমিকায় ধরা দিচ্ছেন তারকা। তাই দেখার রাজনীতির আঙিনায় পা রেখে কেমন পারফর্ম করেন তিনি।