মেমারি এডিএ অফিসে অডিটোরিয়াম কক্ষে সুসংহত রোগপোকা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ সেমিনার

সেখ সামসুদ্দিন,১৮ আগষ্ট : ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ও রাজ‍্য সরকারের যৌথ উদ‍্যোগে আজ মেমারি এডিএ অফিসের অডিটোরিয়াম কক্ষে আইপিএম প্রদর্শনী অর্থাৎ সুসংহত রোগপোকা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ বিষয়ক সেমিনার করা হয়। উপস্থিত ছিলেন পিপিও(ই) সীমা চৌধুরী, আরসিআইপিএমসি কলকাতা এডি(পিপি) ড. অনিতা দেবী, আরসিআইপিএমসি কলকাতা ইনচার্জ এডি(পিপি) ড. পাবেল মজুমদার, জে ডি এগ্রিঃ ড. ফারহাদ, মেমারি ১ এডিএ নীলকান্ত সাহা ও কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম। এলাকার ৬০ জন চাষী অংশগ্রহণ করেন। সেখানে প্রোজাক্টারের মাধ‍্যমে এবং সরাসরি কিছু রোগ প্রতিষেধক ব‍্যবহার বিধি প্রাকটিক‍্যালি দেখিয়ে চাষীদের বোঝানো হয়।