|
---|
উড়িশা থেকে বাড়ি ফেরার পথে নিখজ মুর্শিদাবাদের সুতির ৫ শ্রমিক
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:
সুতি থানার এলাকার লিচুতলা গ্রামের ৫ জন শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যায় লকডাউনের মাঝে আটকে পড়ে দিত্বয় দফায় লকডাউন বারার পর তারা হতভম্ভ হয়ে পড়ে অবশেসে শ্রমিকরা উড়িশা থেকে লড়ি ধরে বর্ধমান আসে তার পর পাঁয়ে হেটে বাড়ির উদ্দেশ্য রওনাদেয়।
রাসেল সেখ, বাহাদুর সেখ, উজির সেখ, জিয়াউর সেখ, আসরাফুল সেখ,
পরিবার সুত্রে খবর বর্ধমানের পর ওই শ্রমিকদের খোঁজ পাওয়া যাচ্ছেনা
হতাশায় ভেঙে পড়ে সে পরিবারের লোকজন।