|
---|
সেখ সামসুদ্দিন : আজ মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগমের উপস্থিতিতে ৭নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডে বঙ্গধ্বনী যাত্রা করা হয়। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী, জেলা তৃণমূল যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, প্রাক্তন কাউন্সিলর রত্না দাস সহ ওয়ার্ডের সদস্যবৃন্দ। ওয়ার্ড অফিসের সামনে পতাকা উত্তোলন করেন বিধায়ক নার্গিস বেগম। পরে ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের হাতে দশ বছরের কাজের রিপোর্ট কার্ড তুলে দিয়ে খোঁজখবর নেন ও দুয়ারে সরকারের সুবিধা গ্রহণ করার কথা বলেন।