|
---|
নূর আহমেদ,মেমারি : ২১ জুলাই, শুক্রবার মেমারি কলেজে, কলেজের ম্যাডামরা দেরি করে আসার কৈফিয়ৎ চাওয়ার অভিযোগ -দুই শিক্ষা কর্মীর বিরুদ্ধে, বাকবিতণ্ডা ও বচসার জেরে অসুস্থ দুইজন, ঘটনায় ব্যাপক উত্তেজনা কলেজে। জানা যায়, বৃহস্পতিবার, মেমারি কলেজের প্রিন্সিপাল অনুপস্থিত থাকায়, কলেজের টি আই সি ছিলেন – অনুপম গড়াই নামের একজন শিক্ষক। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার মেমারি কলেজে, কলেজের ম্যাডামরা দেরী করে আসার জন্য, ম্যাডামদের দেরি করে আসার কৈফিয়ত চাওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষা কর্মীর বিরুদ্ধে, তারা হলেন
মুকেশ শর্মা ও সমীর কুমার দে। কৈফিয়ত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, নন টিচিং স্টাফ সমীর কুমার দের সঙ্গে – শিক্ষক অনুপম গড়ায় এর মধ্যে বাক বিতন্ডা ও বচসার ঘটনা ঘটে। নন টিচিং স্টাফ সমীর কুমারদের পেনশন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে, অভিযোগ কলেজের প্রিন্সিপাল ও শিক্ষক অনুপম গড়ায় এর বিরুদ্ধে। প্রসংগত,ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে দুজনেই। নন টিচিং স্টাফ সমীর কুমার দের সঙ্গে – শিক্ষক অনুপম গড়ায়। অসুস্থ দুইজনকে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হয়, মেমারি গ্রামীন হাসপাতালে আনা হলে, মেমারি গ্রামীন হাসপাতালের উপস্থিত চিকিৎসক, নন টিচিং স্টাফ সমীর কুমার দে-র পরিস্থিতি অবনতি হাওয়ায় তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে রেফার করেন। এব্যপারে কলেজের প্রিন্সিপ্যাস দেবাশীষ চক্রবর্তী জানান, তিনি ছিলেন না ঘটনাটা পুরো জেনে নেব কলেজ থেকে। তবে যা হয়েছে তা অনভিপ্রেত। তবে যারা অসুস্থ হয়েছে তারা বচসার জন্য হয়নি অ্যানজাইটির কারণে হয়েছে। এ ব্যপারে কলেজের এক অধ্যাপিকা বলেন রাজ্যের শাসকদলের কর্মীদের বাড়বাড়ন্তের ফলে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে।