ইন্টারন্যাশনাল এডুকেশন মিট রহমত আলম মিশনে

সুবিদ আলি মোল্লা, নতুন গতি: শিক্ষা জগতে রাজ্যের মধ্যে একটি উজ্জ্বল স্থানে রহমতে আলম মিশন। প্রতিবছর মিশনের ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে। ইতোমধ্যে মিশনের ছাত্র ও ছাত্রীরা অনেকেই চিকিৎসক।
পাশাপাশি কিছু ছাত্র WBCS পাশ করে সমষ্টি উন্নয়ন আধিকারিক । গত ৩০ আগস্ট রহমতে আলম মিশন এর উদ্যোগে একটি ইন্টারন্যাশনাল এডুকেশন মিট এর আয়োজন করা হয়। সম্মেলনের মূল বার্তা ছিল প্রকৃত মানুষ ও সর্বোপরি বিশ্ব নাগরিক হিসাবে গড়ে ওঠা । মিশন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন মালয়েশিয়া থেকে আগত ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ড.রফিকুল ইসলাম, ড.সুহাইমি মুহাম্মদ সরিফ ও বাংলাদেশ থেকে আগত শিক্ষা প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মিশনারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত ও আল আমিন মিশন এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাহেব। রামকৃষ্ণ মিশনের (স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্র) সম্পাদক শ্রীমৎ স্বামী
জ্ঞানলোকানন্দজি মহারাজ, হযরত মাওলানা সালমান বিজনোরী (কন্ট্রোলার , দারুল উলুম, দেওবন্দ), সেখ হাফেজ ক্বারী মাওলানা আফজাল হোসেন মন্ডল (জামিয়া ইসলামিয়া ইসাতুল উলুম )মামুন ন্যাশনাল মিশনের সেক্রেটারি জনাব ইয়াসিন সাহেব, পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান , দেগঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক মহাশয়, মিশনের প্রাক্তন ছাত্র ও সমষ্টি উন্নয়ন আধিকারিক জনাব সামিরুল ইসলাম (দার্জিলিং)রহমতে আলম মিশন এর সেক্রেটারি আনিসুর রহমান ,মিশন সুপারিনটেনডেন্ট আব্দুল লতিব ও ম্যানেজিং কমিটির সভাপতি, কোষাধ্যক্ষ ও সদস্যরা। বক্তারা তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে ধর্মের আলোকে প্রকৃত মানুষ হিসেবে এবং বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে সে বিষয়ে আলোকপাত করেন। ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ঋদ্ধ হয়
বিশিষ্ট জনের বক্তব্যে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রতন বোস ও মিশনের প্রাক্তন ছাত্র জিনিয়াস আহমেদ শেখ।