|
---|
খান আরশাদ, বীরভূম। বীরভূমের সাঁইথিয়ায় একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে এসে ক্ষোভ উগরে দিলেন শতাব্দী রায়। কর্মীদের সতর্কও করলেন। এবারের লোকসভা ভোটে বীরভূমের দুটি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবারের ভোটে জয়ের হ্যাটট্রিক করেছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী দুধ কুমার মন্ডল কে পরাজিত করে। কিন্তু বীরভূমের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র থেকেই তৃণমূল লিড পায়নি। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র থেকেও তৃনমূল লিড পায়নি। বৃহস্পতিবার এক কর্মীসভায় যোগ দিয়ে সেই ক্ষোভই উপরে দেন শতাব্দি রায়। এদিন তিনি একটি অ্যাম্বুলেন্সও উদ্বোধন করেন। শতাব্দি রায় বলেন তিনি বিগত ১০ বছরে অনেক কাজ করেছেন এলাকার জন্য। শতাব্দি রায় বলেন আপনাদের সাথে থেকেছি, আপনাদের পাশে থেকে কাজ করেছি। আর আপনাদের যখন সময় এলো তখন আপনারা যদি তা ফেরত না দেন তাহলে কি আর ইচ্ছে করবে কাজ করতে ? উন্নয়ন তো হয়েছে কিন্তু তা সত্বেও রেজাল্ট খারাপ কেন হল ? শতাব্দী বলেন ধর্ম দেখে ভোট দিয়ে কি হবে? এত কাজ করে করার পর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি মন ভেঙ্গে পড়বে না? তিনি কর্মীদের সতর্ক করে বলেন দলে থেকে বেইমানি করবেন না। বেইমান কে ভগবানও ক্ষমা করেন না।