|
---|
সেখ সামসুদ্দিন, ২৩ জানুয়ারি : মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি নতুন বাসস্ট্যান্ডে ২৩ জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষ চন্দ্রের আবক্ষ মূর্তি সরিয়ে পূর্ণবয়াব মূর্তি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর শেখ ইউসুফ, বাপি মুখার্জী, রত্না দাস, ডঃ কৃষ্ণপদ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূর্তির আবরণ উন্মোচন করার পর মূর্তির পাদদেশে মাল্যদান করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মূর্তিতে মাল্যদান করেন দুই কাউন্সিলর বাপি মুখার্জী ও কৃষ্ণপদ বিশ্বাস। উপস্থিত সকলে নেতাজীর পাদদেশে পুষ্পার্ঘ্য দেন। একইসঙ্গে মেমারি বইমেলা প্রাঙ্গণে নেতাজী উৎসব পালন করা হয়। সেখানেও পতাকা উত্তোলন করে পুষ্পার্ঘ্য দেয়ার পর একটি ছোট্ট রেলি করা হয় এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতা করা হয়। প্রায় ৩ শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চেয়ারম্যান বক্তব্যে বলেন মেমারি নাগরিকদের পরিষেবা দিতে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শপথ গ্রহণ করা হল এবং এখান থেকে ও চকদিঘী মোড় থেকে সরানো আবক্ষ মূর্তি পৌরসভার দুইটি বাগানে নেতাজি ও বিবেকের মূর্তি বসানো হবে।