|
---|
জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনা এড়াতে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কুলতলী বৈকুন্ঠপুর শিশু সেবা কেন্দ্রে
বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : সুন্দরবনে প্রতিদিন গড়ে তিনটি শিশুর জলে ডুবে মৃত্যু ঘটে আর এমনি পরিসংখ্যান উঠে আসায় ২৩শে জানুয়ারি সোমবার বিকালে কুলতলির বৈকুন্ঠপুর এলাকা থেকে সিনি ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কুলতলী বিধানসভার বৈকুন্ঠপুর,নগেনাবাদ ভুবনেশ্বরী সহ একাধিক গ্রামে এই শিশু মৃত্যু যাতে না ঘটে তার জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আর যেখানে উপস্থিত ছিলেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠী,
জনপ্রতিনিধি ও একাধিক বিজ্ঞজনেরা। এ বিষয় নিয়ে প্রবাসী ভারতীয় ও সিনির কর্মকর্তা সুজয় রায় জানালেন সিনি,আই সি এম আর, জর্জ ইনস্টিটিউট,আর এন এল আই, বৈকুন্ঠপুর শিশু সেবা কেন্দ্র সুন্দরবনের একাধিক এলাকাগুলিতে এ বিষয় নিয়ে সচেতনতার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করছেন।