|
---|
নূর আহমেদ : ভালোবাসার দিনে শিক্ষকের ক্ষুদ্র প্রয়াস। ফুটপাত বাসী ও প্লাটফর্মবাসী অথবা ভবঘুরে অতি গরীব প্রান্তিক মানুষদের নিজ উদ্দ্যোগে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করলেন শিক্ষক অশোক চক্রবর্তী। এদিন প্রায় ৪০ জন মানুষের আহারে ব্যবস্থা করেন। উনার মতে মানব সেবার মাধ্যমে ভালোবাসার উত্তরণ ঘটানো সম্ভব।
এই গরীব দুঃসহ মানুষ গুলো যারা রেলের স্টেশন প্লাট ফর্মে ফুটপাতে খোলা আকাশের নিচে রোদ ঝড় বৃষ্টিতে ভিজে বসবাস করেন এইরকম ৪০ জন মহিলা পুরুষ দের মেমারির বিভিন্ন এলাকা থেকে টোটো করে মেমারির নতুন বাস স্ট্যান্ডে একটি হোটেলে নিয়ে এসে আজ ভালো বাসার দিনে দুপুরে তাদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন শিক্ষক অশোক চক্রবর্তী। খাওয়া শেষে তাদের কে আবার টোটো করে যে এলাকা থেকে আনা হয়েছিল সেখানে নামিয়ে দিয়ে আসা হয় ।