|
---|
সেখ সামসুদ্দিন : সমগ্র রাজ্যের সঙ্গে মেমারিতেও সকল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ কার্যকর হয়েছে। সকাল থেকে পুলিশ মাইক প্রচার সহ ব্যবসায়ী ক্রেতাদের সচেতন করছে। তবে ব্যবসায়ী মহলে এই নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ী সাধারণের সঙ্গে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা বলেন, ‘আমরা রাজ্য সরকারের পাঁচ ঘন্টা ব্যবসার নির্দেশকে স্বাগত জানিয়ে সরকারের কাছে দাবি রাখছি দুবেলার পরিবর্তে সকাল সাতটা বা আটটা থেকে একটানা পাঁচ ঘন্টা চালু রাখতে। কেননা বহু ব্যবসায়ী বা কর্মচারী দূরদূরান্তের গ্রাম থেকে আসেন। তাদের পক্ষে দুবেলা দোকান খোলাবন্ধ করতে আসা যাওয়া যেমন অসুবিধাজনক, অনুরূপভাবে ক্রেতারাও নানান বাহানায় দুবেলা বাজারে এলে আসল উদ্দেশ্য ব্যাহত হবে। বেঙ্গল চেম্বার অফ কমার্স, ফোসবিকি, ক্যাটের ন্যায় ব্যবসায়ী সংগঠনকে নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন।’