|
---|
জাহির হোসেন মন্ডল, সনারপুর: গত ২৮/০৫/১৯, বুধবার শপথ গ্রহণের আগে কাজ শুরু মিমির। সাড়ে তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়েও শপত নেননি তিনি তবে সাংসদে নাম নতিভুক্ত করেই ফিরে আসেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে। কথাবলে জানাযায় ভোট চাইতে গিয়ে জনগনের যা প্রত্যাশা, দাবি-দাবা তিনি জেনেছেন সে বিষয়ে তিনি আগে হাল ধরতে চান।
সোনারপুর উত্তর বিধানসভার অন্তরগত কামালগাজী,লস্করপুর, গড়িয়া বিভিন্ন যায়গার রাস্তা, জলের সমস্যা, ক্ষুদ্র ব্যবসায়ী দের পুনঃবাসন, স্কুল, মাদরাসা ও অন্নান্য বিভীন্ন সমস্যা নিয়ে ঘুরে দেখলেন নতুন সাংসদ মাননীয়া মিমি চক্রবর্তী মহাশয়া। তিনি
বিশেষ করে গঙ্গার আদী সংস্করণ ও সৌন্দার্যায়ন ও বরাদ্দ টাকার অভাবে থেমে থাকা কাজগুলির ওপর দ্রুত কিভাবে কাজ শুরু করা যায় তা নিয়ে আলোকপাত করেন। ঐদিন সাংসদ মিমির সঙ্গে উপস্থিত ছিলেন সনারপুর উত্তর এর বিধায়িকা শ্রীমতি ফিরদৌসী বেগম মহাশয়া ও সিএইসি মেম্বার জনাব নোজরুল আলি মন্ডল মহাশয়।তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, “আমি নেত্রী হতে আসিনি, আমি মিমি চক্রবর্তী আপনাদের হয়ে, আপনাদের সাথে একসাথে কাজ করতে এসেছি”।