আক্রান্ত দশম শ্রেণীর ছাত্রী সহ তার পরিবার, অভিযোগ স্থানীয় দুষ্কৃতিদের উপর

নতুন গতি, মালদা: রতুয়া থানার ভাদো গ্রামের বাসিন্দা ফতেমা বেওয়ার অভিযোগ নিজেদের চার বিঘার বাঁশঝাড় রয়েছে সেখানে দিন বেলায় প্রকাশ্যেই বাঁশ কাটছিল। তার প্রতিবাদ করায় দশম শ্রেণীর এক ছাত্রী সহ তার পরিবারের লোকেদের কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম দশম শ্রেণীর ওই ছাত্রীকে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।ছাত্রীর দুই দাদা আক্রান্ত হয় মেহের ও তারিকুল সহ মা ফতেমা বেওয়াকে মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার আক্রান্ত ছাত্রীর মা ফতেমা বেওয়া। রতুয়া থানায় লিখিত অভিযোগ জানায় হামলাকারীরা মোজাম্মেল শেখ , ইউসুফ আলি, মোহাসেব আলি, মুশেদ আলী সহ পাঁচ জনের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্রীর নাম আদরী খাতুন (১৬)। সে ভাদো জিএসবি হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্রী, এদিন সকালে বাঁশ ঝাড় থেকে বাঁশ চুরি করে নিচ্ছিল। সেই ঘটনারই প্রতিবাদ করতে যায় ওই ছাত্রী সহ পরিবার। এরপর তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পাশের গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ওই ছাত্রীর পরিবারকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীকে কোপানো হয়। তাদের আর্ত চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।তাতেই আমরা প্রতিবাদ জানায়। ফতেমা বেওয়ার মেয়েকে হাঁসুয়ার কোপে মাথা ফাটিয়ে দেয়। তার মাথায় ১০ টি সেলাই পড়েছে। পরিবারের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া মেয়ের আদরি খাতুনের অবস্থা সংকটজনক থাকায় বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। এই ঘটনার ব্যাপারে রতুয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চালানো হচ্ছে। রতুয়া থানার পুলিশ।