বিকাশ ব্রতে বিধায়ক

অভিজিৎ হাজরা* আমতা *হাওড়া :-
হাওড়া জেলার একেবারে শেষ প্রান্তে সবুজ শস্য- শ্যামলা-উর্বর,শান্ত-ছায়া-সুনিবিড় মে অঞ্চলটির অবস্থান তার নাম উদয়নারায়নপুর। ইতিহাসের বীরাঙ্গনা চরিত্র রায়বাঘিনী রাণী ভবশঙ্করী, ‘অন্নদামঙ্গল ‘খ্যাত দুধে-ভাতের কবি রায়গুণাকর ভারতচন্দ্র রায়, ‘বর্ণপরিচয় ‘ এর স্রষ্টা প্রাতঃস্মরণীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য উদয়নারায়নপুর।
“রায়বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি রক্ষা সমিতির পরিচালনায় গড়ভবানীপুর রায়বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের সভাকক্ষে- স্মৃতি রক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তথা উদয়নারায়নপুরের নবরূপকার সমীর কুমার পাঁজা -র বিধায়ক হিসাবে দীর্ঘ ১০ বৎসরের এলাকার উন্নয়ন বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ গ্ৰন্থ ” বিকাশ ব্রতে বিধায়ক ” হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমেশ পাল, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি সেখ আরসেদ আলি, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আলহাজ্ব মারুফ আজম,সেখ জুলফিকার আলী -হাত ধরে প্রকাশ হল।