বাংলার বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মোদি ব্রিগেড, প্রতি মাসে ৭ দিন করে বাংলায় থাকবে অমিত সাহা

নতুন গতি, ওয়েব ডেস্ক : দু’দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি-র সিনিয়র নেতা অমিত শাহ। আগামী বছর থেকে প্রতি মাসে বাংলায় আসবেন শাহ৷ থাকবেন অন্তত এক সপ্তাহ করে৷ এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

     

    ২০২১ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ও দলীয় কর্মসূচি মেনে দু’দিনের জন্য ফের বাংলায় এসেছেন শাহ৷ শনিবার মেদিনীপুরে মেগা সভার পর রাতে সাংগঠনিক বৈঠক করেন শাহ। সেখানেই নেতাদের নির্দেশ সংগঠন মজবুত করার নির্দেশ দেন তিনি। শাহের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা সব্যসাচী দত্ত।

     

     

    রবিবার অর্থাৎ আজও চূড়ান্ত ব্যস্ততায় দিন কাটবে শাহ’র৷ বিশ্বভারতীর অনুষ্ঠান–সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিন রোড শো করে বোলপুরে জনসভাও করবেন শাহ। অনুব্রতর গড়ে শাহ’র সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ ও পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন৷

     

    শাহ’র আগামী দিনে রাজ্য সফরের প্রসঙ্গে এদিন দিলীপ বলেছেন, “২০২১ থেকে অমিত শাহ’র বাংলায় আরও বেশি করে আসবেন৷ এখন উনি দু’দিনের জন্য থাকছেন৷ এরপর মাসে সাত দিন করেও থাকবেন৷” দিলীপ আগেই জানিয়েছেন যে, বিজেপি-র সভাপতি জেপি নড্ডা বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত প্রতি মাসে একবার করে বাংলা সফরে আসবেন৷ শাহ’র সঙ্গে বৈঠকের প্রসঙ্গে দিলীপ বলছেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও দলের ভবিষ্যতের কাজ নিয়ে কথা হয়েছে৷ তিনি এও জানিয়েছেন যে, রাজ্যে বিজেপি-র নেতারা এখনও পর্যন্ত কী কাজ করেছেন তারও মূল্যায়ন করা হয়েছে৷

     

    দিলীপ বৈঠকের প্রসঙ্গে বলছেন, “গতকালের বৈঠকে আগের কাজের বিশ্লেষণ করা হয়েছে৷ বিভিন্ন জায়গায় একাধিক মন্ত্রী ও নেতা নির্বাচনের প্রস্তুতি নিয়েই ব্যস্ত রয়েছেন৷ এই বৈঠকে পুরোটাই নির্বাচন কেন্দ্রিক কাজকর্ম ও ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আলােচনা হয়েছে৷ অমিত শাহ আমাদের নির্দেশ দিয়েছেন কী করতে হবে৷” গত অক্টোবরে জেপি নড্ডা উত্তরবঙ্গে ছিলেন এক দিনের জন্য৷ গত সপ্তাহে ওখানে এসে তিনি দু’দিন ছিলেন৷ শাহ নভেম্বরে এসে দু’দিন থেকে গিয়েছিলেন৷

     

    জানা গিয়েছে জানুয়ারিতে ফের তিন দিনের সফরে রাজ্যে আসতে পারেন শাহ এবং নাড্ডা। বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মোদি ব্রিগেড৷ একথা দিনের আলোর মতোই পরিস্কার