|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভার জালাবেড়িয়া দুই নম্বর অঞ্চল থেকে বিজেপি, সিপিআইএম, এস ইউ সি আই কমিউনিস্ট দলের তিন হাজারের অধিক সমর্থক আজ তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন, কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডলের হাত থেকে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলের পতাকা তুলে নিল। কুলতলিতে নির্ধারিত সময়ে এক আড়ম্বর পূর্ণ জোগদান সভার আয়োজন করেন, দুই নাম্বার জালাবেড়িয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উক্ত সভায় উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল সহ কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্ব । উক্ত সভা কে সাফল্যমন্ডিত করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। পর্যাপ্ত মাক্স স্যানিটাইজার এর ব্যবস্থা থাকলেও মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ করোনা বিধি কে শিকেয় তুলে হাজির হন কয়েক হাজার দলীয় সমর্থক থেকে যোগদানকারীরা। এই সভা কে সার্থক করতে কুলতলী বিধানসভার প্রতিটি প্রান্তে অগণিত মানুষ প্রখর রুদ্র কে উপেক্ষা করে দীর্ঘক্ষন সময় ধরে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকেও সভা শেষ পর্যন্ত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলী তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে একের পরে এক বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ দলীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন দক্ষিণ 24 পরগনা জেলার প্রাক্তন যুব সভাপতি শওকত মোল্লা ও গনেশ চন্দ্র মন্ডল মানুষের সাথে মানুষের পাশে থাকার ফল স্বরূপ বিপদে-আপদে যখন ডাকেন বিধায়ক কে পান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে। মমতা বন্দোপাধ্যায়ের জনহিতকর পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায়। 129 কুলতলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল বিধায়ক হওয়ায় একের পর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে আসে। সভায় উপস্থিত ছিলেন কুলতলী বিধানসভার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আবু বক্কার সরদার, ইয়ামিন মিস্ত্রি,মান্যবর হালদার,শাহাদাত শেখ, অর্জুন কৃষ্ণ বায়েন, অরুন নাড়ুয়া,শ্যামাপদ নাইয়া,শ্যামপদ,নস্কর,যুধিষ্ঠির নস্কর,গুণধর সরদার,অঞ্চল প্রধান সহ একাধিক ব্যক্তিবর্গ।