বাঘ ও মানুষের সংঘাত এড়াতে বিশেষ সভা রায়দিঘি রেঞ্জের কুলতলী বিটে

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংরক্ষীত বনাঞ্চল রাইদিঘি রেঞ্জ অফিসের অধীনস্থ কুলতলি বিট অফিসে হয়ে গেল জে এফ এম সির সাধারণ বার্ষিক সভা। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সহ বনাধিকারিক ADFO চিম্বয় বর্মনের উপস্থিতিতে JFMC সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় উপস্থিত ছিলেন রায়দিঘি রেঞ্চ অফিসার শুভায়ু সাহা,কুলতলি বিট অফিসার সামিম প্রধান, কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ গুনধর সরদার, কুলতলি থানার অফিসার স্বপন বিশ্বাস, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের প্রধান পূরবি বর,জাকির মণ্ডল কুলতলি বিটের ললিত মৃধা, সুকোমল চক্রবর্তী, নিবাশ সরদার সহ একাধিক আধিকারিক। বিশেষ করে বাঘে মানুষে সংঘাত এড়াতে এই সভা। বিশেষ করে শীতকালীন কুয়াশার সময়ে বাঘ বাচ্চা দেওয়ার পূর্বে লোকালয় সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা।বিশেষ করে প্রজননের সময় বাঘের লোকালয়ে আসার প্রবণতা বাড়ে বাঘ আসার সাথে সাথে এলাকায় গুঞ্জন শুরু হতে থাকে। কোন কারনে একবার লোকালয়ে বাঘএলে কয়েক শত কিলোমিটার দূর থেকে মানুষ-জন ভীড় জমায়। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে ও নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পেতে হয় কর্মকর্তাদের। হাজার- হাজার মানুষের সমাগম সাথে ছবি তোলার প্রবণতা আরোও সমস্যা সৃষ্টি করে বনকর্মীদের। লোক্যালয়ে আসা বাঘ কে জঙ্গলে ফিরত পাঠিয়ে দেওয়া যেমন কঠিন কাজ,তেমনি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। কোন কারনে লোকালয়ে হামলা না করে তার জন্য তড়িঘড়ি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দেখা মেলে বনকর্মীদের। জঙ্গল থেকে আসা বাঘকে তার নিজ আলয়ে ফিরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবে এমনি আশাবাদী বন বিভাগের আধিকারিকদের।