|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- ইতিমধ্যেই
শুরু হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যেগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার জনপ্রিয় ফুটবল টুনামেন্ট সেই এমপি কাপ। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে ব্লক ভিত্তিক খেলা শুরু হয় ডায়মন্ড হারবার জঙ্গল পাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী, বিধায়ক পান্নালাল হালদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা, আই সি গৌতম মিত্র, এম পি প্রতিনিধি আজাজ সাহেব, পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের সকল প্রধান ও উপপ্রধান এবং অঞ্চল যুব নেতৃত্ববৃন্দ।
আজ ব্লক ভিত্তিক উদ্বোধনিও ম্যাচ সহ ১নম্বর ব্লকের মধ্যে দেয়ারোক, মশাট ও বাসুলডাঙ্গা অঞ্চল সহ মোট ৮টি অঞ্চল নিয়ে খেলা শুরু হয়, ডায়মন্ড হারবার জঙ্গল পাড়া স্কুল মাঠে। খেলা ও অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী। ১০ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবারের এই প্রতিযোগিতা, চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত, ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১ই জানুয়ারি ২০২২ শে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করছে।