প্রজাতন্ত্র দিবস পালন করলো মুন্সীর হাট সোনার বাংলা এ্যাসোসিয়েশন

হাওড়া: প্রজাতন্ত্র দিবস পালন করলো মুন্সীর হাট সোনার বাংলা এ্যাসোসিয়েশন। সকাল ৯টায় ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হলো মুন্সীর হাট সোনার বাংলা এ্যাসোসিয়েশন ক্লাবে।

    এদিন পতাকা উত্তলন করেন শঙ্কর নন্দী মহাশয় ও মঞ্জু মুন্সী। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক হেসাব উদ্দিন আব্বাসী,ক্লাব সভাপতি রিন্টু মল্লিক, মোস্তাফিজুর রহমান মোল্লা, সেখ সানি,সেখ রাজাই,সারুক মল্লিক,একরামুল সেখ,সাহিল আব্বাসী,সেখ ইনজামুল, সেখ মনিরুল ও সকল সদস্য বৃন্দ।