হলদিবাড়ি চা বাগানের জমির মালিকানা নিয়ে জটিলতা, অবরোধ শ্রমিকদের

ডুয়ার্স: ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানের জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।মঙ্গলবার মালিকানার দাবীদার সুশীল মিত্রোকার প্রতিনিধিরা শিলিগুড়ির ইন্ড্রাস্ট্রিয়াল কোর্ট’এ দাখিল করা তাদের মামলার ভিত্তিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিদের সাথে নিয়ে বাগানটির ফ্যাক্টরি ও জমির ‘ভ্যালুয়েশন’ এর জন্য চা বাগানে এসেছিলেন। যদিও চা বাগানের শ্রমিকেরা তাদের চা বাগানে ঢুকতে বাধা দেয়। তারা বাগানের গেট অবরোধ করে বসে পড়েন।

    দীর্ঘ সময় অপেক্ষার পর তারা ফিরে যায়। জানা গেছে, ‘হলদিবাড়ি ইন্ড্রাস্ট্রি অ্যান্ড প্লান্টেশান কোম্পানি লিমিটেড’ এর থেকে ১১ই নভেম্বর ২০১৯ সালে বাগানটি কিনে নেয় ‘হলদিবাড়ি টি ম্যানুফ্যাকচারার্স এল.এল.পি’। বাগান বিক্রি বাবদ যে টাকায় চুক্তি হয়েছিল তা ইতিমধ্যেই তারা প্রদান করে দিয়েছে বলে দাবী করে মালিকানার দাবীদার শিল্পপতি সুশীল মিত্রোকার নতুন কোম্পানি ‘হলদিবাড়ি টি ম্যানুফ্যাকচারার্স এল.এল.পি’। যদিও পূর্ববর্তী মালিক আনন্দ বাজোরিয়ার নিয়োজিত পরিচালন কর্তৃপক্ষ বাগানটির পরিচালনার দায়িত্বে এখনো রয়েছে।