বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনও উপাচার্য নেই তবুও ‘র‍্যাগিং মুক্ত’ ক্যাম্পাস উত্তরবঙ্গ

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Unoversity) ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এর মধ্যেই সম্পূর্ণ উলটো ছবি রাজ্যেরই অন্য একটি বিশ্ববিদ্যালয়ে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal Universiy)। যে বিশ্ববিদ্যালয়েও স্থায়ী কোনও উপাচার্য নেই। তার পরেও বছরের পর বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে ‘র‍্যাগিং মুক্ত’ ক্যাম্পাস বলেই দাবি করা হয়েছে২০১০-২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে। ঘটনার পরেই কড়া পদক্ষেপ করে কর্তৃপক্ষ।

     

    চার পড়ুয়াকে বহিষ্কার করা হয়। তৈরি করা হয় অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড। এমনকি পড়তে আসা পড়ুয়া ও তাঁদের অভিভাবক থেকে রীতিমতো এফিডেবিট নিয়ে ভরতি করানো শুরু হয়।

     

    আরও পড়ুন – ছেলে পরোপকারী কারও ক্ষতি করতে পারে না, দাবি যাদবপুরের ঘটনায় ধৃত আসিফের পরিবারের

     

    এখানেই থেমে থাকেনি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নিরাপত্তার কারণে ২২০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। উপাচার্যের ঘরের পাশেই রয়েছে কন্ট্রোল রুম। এমনকি আগামী ৭ দিন ধরে পড়ুয়াদের ডেকে র‍্যাগিং বিরোধী সচেতনতা চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।