|
---|
বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা : গত ২২শে ফেব্রুয়ারী ২০২২ তারিখে জীবনতলা থানার অন্তর্গত ঝোড়রমোর অঞ্চলে একটি খালে রেজাউল সর্দার, ৩৪ বছর, ( পিতা -তাহের আলী সর্দার, গ্রাম-খাগড়াপাড়া, থানা-জীবনতলা )-এর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ একের পর এক সমস্ত সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে কোন সূত্র পাওয়া না গেলেও হাল ছাড়েনি তদন্তকারী টিম। অবশেষে গোপনে খবর মেলে এই থানারই অন্তর্গত ৬নং ইশ্বরীপুরের বাসিন্দা মাহাত আলী সর্দার নামক এক ব্যক্তির সম্পর্কে। চলতে থাকে খোঁজ। অবশেষে গত ২৪ মে, কর্নাটকের মৌদ্য জেলার হলাগুরু থানায় গ্রেফতার হয় ফেরার মাহাত আলী এবং কর্নাটকের মালাভাল্লী কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডে ফিরিয়ে আনা হয় তাঁকে বারুইপুরে। ইতিমধ্যেই ব্যাক্তিগত আক্রোশ এর জেরে খুনের কথা স্বীকার করেছে সে। পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ চলছে।