|
---|
সংবাদদাতা : ইসলামিক ইয়ুথ ফেডারেশনের মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে লোহরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিরাট “প্রকাশ্য সমাবেশ”। উল্লেখ্য যে ইসলামিক ইয়ুথ ফেডারেশনের পশ্চিমবঙ্গ জোনের পক্ষ থেকে ২০জুন থেকে ৫জুলাই,২০২২ পর্যন্ত “মুহাম্মাদ (সা:) এর আদর্শই মুক্তির একমাত্র পথ” শিরোনামে রাজ্যব্যাপি একটি প্রচারাভিযান চলছিল। সেই প্রচারাভিযান কে সামনে রেখেই এদিন একটি “প্রকাশ্য সমাবেশের” আয়োজন করা হয়েছিল। এই সমাবেশে শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজক সংগঠনের দাবি,এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জাতি,ধর্ম,বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিল। প্রকাশ্য সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে জেলা সভাপতি শাহরিয়াউল হক বলেন “বর্তমান ভারতবর্ষ নানাবিধ সমস্যায় জর্জরিত।খুন, হানাহানি, রাহাজানি, মানুষে মানুষে বিভেদ, নারীদের মর্যাদা হানি ইত্যাদি বিষয়গুলি একটি পরিচিত ঘটনায় পরিণত হয়েছে। এই সমস্যা সংকুল পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে মুহাম্মদ (সা:) এর আদর্শ। রাজ্য সভাপতি আলমগীর হোসেন বলেন “আমরা সারা রাজ্যব্যাপি দীর্ঘ ১৫ দিন ধরে জনসভা,পথসভা,সুধী সমাবেশ,স্টুডেন্ট মিট,পোস্টারিং সহ বিভিন্ন পন্থায় আমাদের ক্যাম্পেনের বার্তা সাধারণ মানুষের নিকট পৌঁছানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষকে আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে, সমস্যায় জর্জরিত এই ভারতবর্ষকে সমস্যা থেকে মুক্তি দিতে পারে রাসূলের (সা:) আদর্শের সম্পূর্ণ বাস্তবায়ন, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করবে, নিজেদের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ।” এই দিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আলমগীর হোসেন, প্রাক্তন রাজ্য সভাপতি বাহারুল ইসলাম, প্রাক্তন জেলা সভাপতি ডাঃ হাজিকুল আলম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষক মোহাঃ আব্দুল্লাহ, ডক্টর মিনারুল শেখ সহ জেলা দায়িত্বশীলরা।