|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা:শনিবার পবিত্র বকরি ঈদ উপলক্ষে মালদা শহরের বক্ষাটুলি এলাকা সহ বিভিন্ন এলাকায় গিয়ে মুসলিম ধর্মালম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন নবনিযুক্ত মালদা জেলা যুব তৃনমূলের সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয়। মহামারী করনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে যাতে কোন মসজিদে জমায়েত করে নামাজ না পড়া হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই মোতাবেক সমস্ত মসজিদে তালাবন্ধ অবস্থায় রাখা হয়। প্রত্যেকে নিজ বাড়িতেই নামাজ পড়ে ঈশ্বরের কাছে সকলের শান্তি কামনা করেন। তাদের সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেদিকে লক্ষ্য রেখেই শনিবার শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রসেনজিৎ বাবু।