বিজেপির ঝুলিতে মুসলিম ভোট প্রসঙ্গে বীরভূমের তৃনমূল নেতার বক্তব্য 

    খান আরশাদ, রাজনগর, বীরভূম : বীরভূমের রাজনগরে তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কর্মীসভা অনুষ্ঠিত হল বুধবার। রাজনগরের ল্যাম্পস চত্বরে আয়োজিত এই সভায় আসন্ন লোকসভা ভোটে কর্মীদের স্বতফুর্তভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বীরভূম জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বীরভূম জেলা সংখ্যালঘূ সেলের সভাপতি কাজী ফারজুদ্দিন, রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু সহ অন্যান্যরা।

    এছাড়াও  উপস্থিত ছিলেন প্রায় হাজার খানেক সংখ্যালঘু তৃনমূল কর্মী। সভাধিপতি বিকাশ রায় চৌধুরি জানান বীরভূম জেলার দুটি আসনেই তৃনমূল বিপুল ভোটে জয়লাভ করবে। বিজেপি নেতা-কর্মীদের দাবী তাদের ঝুলিতে এবার মুসলিম ভোটও পড়বে। এ প্রসঙ্গে রাজনগর ব্লক তৃনমুলের চেয়ারপার্সন সুকুমার সাধু বলেন কোন মুসলিম ব্যাক্তিই বিজেপিকে ভোট দেবেনা। রাজনগরে বহু মুসলিম অধ্যুষিত গ্রাম রয়েছে। তাদের সব ভোট তৃনমূলই পাবে। বিজেপি মিথ্যা প্রচার করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মুসলিমদের বিরুদ্ধে বিজেপি কি কি করেছে তা সারা দেশের মানুষ প্রতক্ষ্য করেছে। মোদী জমানা মুসলিমদের কাছে এক কলঙ্কিত জমানা।