|
---|
জলঙ্গি: মৃত ব্যক্তির নাম অশোক প্রমানিক কালু(৪৫) পিতা ব্রিপদ প্রামাণিক, জলঙ্গি থানার সাদিখাঁন দেয়ার অঞ্চের ইনাতপুর তাতির পুকুর পাড় গ্রামে। কেরোলের প্রেমবাবুর এলাকাই রাজমিস্ত্রির কাজ করতেন প্রায় ১৫ বছর ধরে ,গত ২২ অক্টোবরে হটাৎ স্টোক হয়ে মারা যান তিনি।
তার এই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার দিশেহারা হয়ে পড়ে।এই পরিস্থিতিতে তার পারিবারিক আর্থিক দুর্বলতা খবর স্থানীয় উপপ্রধান মহবুল ইসলাম সহ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আসতেই।সকলে মিলে লাশ ফেরানোর ব্যবস্থা করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় নিজ বাড়িতে লাশ আসলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তার সৎকারের কাজে হাত লাগায় এমনকি কাঁধে করে লাশ নিয়ে যায় শ্মশানে। জলঙ্গীর এই ঘটনা গোটা সমাজের দৃষ্টান্তস্বরূপ এলাকার যুবকদের এই কাজ সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার কাজ করবে বলে মনে করছেন এলাকাবাসী।