|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নারদ মামলায় ফের নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করলো সিবিআই। আগামী সোমবার সকাল সাড়ে ১০টার সময় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, ওই অপারেশনে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকা কোথা থেকে এসেছিল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই নিয়ে ম্যাথুকে আগে কয়েক দফা প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি ম্যাথু তাদের জানিয়েছিলেন কেডি সিংয়ের সংস্থাই তাঁকে টাকা দিয়েছিল। সিবিআই তা যাচাই করতে কেডি সিংয়ের সংস্থাকে নোটিস পাঠায়। জানতে চাওয়া হয় কত টাকা দেওয়া হয়েছিল ম্যাথুকে। কিন্তু কেডি সিংয়ের সংস্থা জানায়, ওই টাকা তারা দেয়নি। তারপর থেকে ম্যাথুকে জিজ্ঞাসাবাদের লক্ষ্যে এর আগেও একাধিক নোটিস পাঠিয়েছে সিবিআই।