রক্তদান দিবস উপলক্ষে মুরারই এর পাইকরে জনসচেতনতা মূলক পদযাত্রা।

মঈদুল ইসলাম, নতুন গতি : আজ মুরারই থানার পাইকরে জাতীয় রক্তদান দিবস উপলক্ষে একটি জনসচেতনা মূলক একটি র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালিতে সাধারন মানুষের সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মত। মিছিল থেকে “রক্তদান, জীবনদান ” স্লোগান দিয়ে মিছিল এগিয়ে চলে। মিছিল পুরো পাইকর পরিক্রমা করে শেষে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

    অনুষ্ঠানে সাধারন মানুষকে রক্তদানে উৎসাহ দেওয়া হয়, রক্তদিলে যে শরীরের কোন ক্ষতি হয় না, তা বোঝানো হয়। ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে বয়স হলে এবং ওজন ৪৫ কেজির বেশি হলে রক্তদান যে কোন ব্যক্তির দেওয়া যেতে পারে তা তুলে ধরা হয়। র‍্যালি এবং অনুষ্ঠানের আয়োজক ছিলেন পাটাগাছি সূর্যদয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি N.G.O সংস্থা। সংস্থার সেক্রেটারি মহঃ সামিম বলেন যে আমরা প্রতি বছর এই দিনে একটি র‍্যালি করি জনগন কে রক্তদান দিতে উৎসাহিত করি, এর ফল ও আমরা পাই যখন আমরা রক্তদান শিবির করি তখন দেখি অনেক মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করেন।