|
---|
আজিম শেখ, নতুন গতি ,বীরভূম: দীর্ঘ পাঁচদিনের নিন্মচাপ হওয়া বীরভূম সোঁতসাল মাদ্রাসা মদিনাতুল উলুম পুরো জলমগ্ন অবস্থা একটি আবাসিক শিক্ষা প্রতিষ্টান ।এখানে ছাত্র 200 থেকে 250 জন ও শিক্ষক 20 থেকে 25 জন । এই প্রতিষ্টানটি 2016 থেকে একই অবস্থা একটু বৃষ্টিতে ডুবে যায় ।
বর্তমানে এই মাদ্রাসা টি 5 বিঘা জমির উপর অবস্থিত।
এখানে প্রতিদিন প্রায় এক হাজার থেকে বারোশো জন পাঁচঅক্ত নামাজী নামাজ পড়েন ।
এখন সেটা জল জমে থাকার কারণে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে সকলকেই।
রান্না জায়গাতে জল জমেছে তাই রান্নাও বন্ধ। খাবার জলের ও সংকট।
এই মাদ্রাসা টি পুরোপুরী জনগণের আর্থিক সহযোগিতার উপর স্বনির্ভর করে।
মাদ্রাসার পক্ষ থেকে
মাদ্রাসার সেক্রেটারি এমামু মবিন সাহেব জানান
সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়নি আমরা বিভিন্ন দপ্তরে এই অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো ফল পাইনি।
ন্যাশনাল হাইওয়ে উপর একটি কালভাট ছিল সেটি বন্ধ থাকায় এই পরিস্থিতির সমূখীন হতে হচ্ছে।
যদি ওই কালভাট টি নতুন করে তৈরি করে বা সংস্কার করে তাহলে হয়তো এই দূর দিনের সমূখীন হতে হবে না ।