অত‍্যাধুনিক মানের সংখ‍্যালঘু ছাত্রী নিবাসের উদ্বোধণ কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে

নবাব মল্লিক, মথুরাপুর: পশ্চিমবঙ্গ রাজ‍্যসরকারের আর্থিক অনুদানে নির্মিত কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের “বেগম রোকেয়া” দ্বিতল সংখ‍্যালঘু ছাত্রীনিবাসের শুভ উদ্বোধন হল মঙ্গলবার। ছাত্রীনিবাসটি উদ্বোধন করেন জামিল আখতার সমষ্টি উন্নয়ন আধিকারিক মথুরাপুর ১, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন কর্মাধক্ষ‍্য শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১ কোটি ১০ লক্ষ টাকা ব‍্যায়ে তৈরী হয়েছে এই ছাত্রীনিবাস। মুসলিম ছাত্রীরা এই হোস্টেল ব‍্যবহারের সুযোগ পাবেন। হোস্টেলের মধ‍্যে আধুনিক ব‍্যবস্থার সবকিছু বন্দোবস্ত করা হয়েছে। পর্যাপ্ত আলো, পাখা ও দিনে তিন বার খাবারের ব‍্যবস্থা করা হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি। উল্লেখ্য কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে সংখ‍্যালঘু অধ‍্যুষিত লালপুর, কাটানদিঘী অঞ্চলের প্রচুর ছাত্র ছাত্রী পড়াশোনা করে বলে জানা যাচ্ছে। এই ছাত্রী নিবাস উদ্বোধন হলে এলাকার সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা আরো বেশি করে পড়াশোনায় উৎসাহিত হবে বলে স্থানীয় জণগণের অভিমত।