|
---|
উজির আলী, চাঁচল: প্রতিবেশীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের গালিমপুর উত্তরপাড়া এলাকায়। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গালিমপুর এলাকায়। জানা যায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহত পচা শেখকে(৩০) প্রথমে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয় বলে খবর। ওই ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে(১৮)পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃত মিজানুর রহমান ও আহত পচা শেখ একসঙ্গে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। দুজনেই বাড়ি ফিরেছে একসাথে। প্রতিবেশী সম্পর্কে কাকা-ভাইপোর সম্পর্ক। সেখানে কোনও বিবাদের জেরে এদিন পচা শেখকে একা পেয়ে গলায় হাঁসুয়ার কোপ মারে মিজানুর। পালানোর সময় এলাকার বাসিন্দারাই মিজানুরকে ধরে ফেলে। পরে ধৃতকে চাঁচল পুলিশ গ্রেফতার করে।