|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: সেচ্ছাসেবী সংস্থা ‘নতুন আলো’র উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো বৃক্ষ রোপন কর্মসূচী। চলবে ২১ জুলাই পর্যন্ত। এদিন ‘নতুন আলো’র সদস্যরা চাঁচল মহকুমার মালতিপুর, জালালপুর, বলরামপুর, যদুপুর, মতিহারপুর সহ বিভিন্ন এলাকার মন্দির, মসজিদ ও স্কুল প্রাঙ্গণে মেহগনি, রিঠা, শিশু সহ প্রায় শতাধিক বৃক্ষ রোপন করেন বলে জানান।
নতুন আলোর সদস্য বদরু জামাল, সফিকুল আলম ও রাজিব আলি রা বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নিজেকেই নিয়ে এবং কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় তা নিয়ে বেশ ব্যস্ত। কিভাবে খেয়ে, পড়ে ভাল ভাবে বাচাঁ যায় সেটাই হয়ে দাড়াঁয় মানুষের আসল জীবন যুদ্ধ। কিন্তু আমরা যে পরিবেশে গড়ে উঠেছি, বসবাস করছি সেই পরিবেশ বাচাঁতে কিংবা কতদিন টিকে থাকবে তা নিয়ে কি কখনো ভেবে দেখেছি। পরিবেশ টিকে থাকতে জলবায়ু, গাছপালা, পশু পাখি, মাটি ও পানি এসব উপাদনের উপর নির্ভর করে। গাছ মানুষের বেচেঁ থাকার জন্য শুধুই অক্সিজেন দেন না, পরিবেশ টিকে থাকার জন্য পরিবেশের অন্যান্য উপাদানের মধ্যে গাছপালা অতিব প্রয়োজন। তাই আমার পৃথিবীকে সবুজ করে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছি।