নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আয়ুব আলি : ‛দিকে দিকে যেভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, এমনকি শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গের মধ্যে ক্রমবর্ধমান বিদ্বেষ ঘটে চলেছে বিশ্বব‍্যাপী সেখানে নজরুলের প্রাসঙ্গিকতা ক্রমশঃ বাড়ছে।’ ১২ই জানুয়ারি কল‍্যাণীতে একটি অনুষ্ঠানে একথা বলেন নজরুল চর্চা কেন্দ্রের সম্পাদক শাহজাহান মণ্ডল। সুনীতা রামের কবিতা পাঠের মাধ‍্যমে আলোচনা সভার সূচনা হয়। কল‍্যাণী থেকে প্রকাশিত ‛পৌর্ণমাসী’ সাহিত্য পত্রিকার সহযোগিতায় এদিনের অনুষ্ঠান দু’টি পর্বে বিন‍্যস্ত ছিল। প্রথম পর্বে কবিতা পাঠ করেন প্লাবন ভৌমিক, সোমা মুখোপাধ্যায়, সঞ্জয় মৌলিক ও সৈকত বালা। ‛ব‍্যক্তি মা ও দেশ মা:  বিরোধের ইতিবৃত্ত’ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক নির্মাল্য মজুমদার এবং ‛কিছু স্মৃতি, কিছু উপলব্ধি: শঙ্খ ঘোষ ও অহর্নিশ’ বিষয়ে স্মৃতি সন্ধান করেন ‛অহর্নিশ’-এর সম্পাদক শুভাশিস চক্রবর্তী। দ্বিতীয় পর্বে নজরুল চর্চা কেন্দ্রের অনুষ্ঠান তমালিকা কুন্ডুর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। ‛ছোটদের নজরুল’ নিয়ে আলোচনা করেন অশোক কুমার দাস এবং ‛নজরুল আলোচনার প্রাসঙ্গিকতা’ নিয়ে বলেন শাহজাহান মন্ডল। এছাড়াও নজরুল গীতি পরিবেশন করেন সুজাতা দে, শুভ্রা দাম, ফাল্গুনী মিত্র এবং নজরুল কবিতা আবৃত্তি করেন স্বপন ভট্টাচার্য, সীমা রায়, রুমা চক্রবর্তী বাগচী, মণিদীপি সোম, শিল্পী দাস ও গার্গী মুখার্জি। রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা নজরুলের একটি পত্র ও প্রত‍্যুত্তরে কাজী নজরুল ইসলামকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এখটি চিঠি পাঠ করে শোনান শ্যামলী দাস। নজরুল চর্চা কেন্দ্রের সদস্য ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের সহকারি নিয়ামক সুকান্ত মজুমদার আগামী দিনে নজরুল চর্চা কেন্দ্রের পরিকল্পনার কথা ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল চর্চার কেন্দ্রের সদস্য ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পীযূষ পোদ্দার।